১২ ডিসেম্বর, ২০১৯ ১০:৪২

১০ লাখ টাকার ইয়াবাসহ ৪ রোহিঙ্গা হিজড়া আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

১০ লাখ টাকার ইয়াবাসহ ৪ রোহিঙ্গা হিজড়া আটক

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রেজুখাল চেকপোস্ট দিয়ে কক্সবাজারগামী যাত্রীবাহী একটি সিএনজিতে তল্লাশি করে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৩ হাজার ৩শ' পিস ইয়াবাসহ ৪ রোহিঙ্গা হিজড়াকে আটক করেছে  বিজিবি।

আটককৃতরা হলেন কুতুপালং রোহিঙ্গা ক্যাস্পের এফ ব্লকের মোস্তাফা কামালের ছেলে শামসুল আলম (২১), বি ব্লকের মৃত ইলিয়াসের ছেলে মো. রফিক (২০), একই ব্লকের ছাত্তারের ছেলে মো. আলী (২০) এবং ডি ব্লকের জমির হোসেনের ছেলে মোহাম্মদ নুর (২০)।

রেজুখাল বিজিবির নায়েক মো. রোকনুজ্জামান জানান, বুধবার বিকালের দিকে আরআইবি গোয়েন্দা তথ্যের মাধ্যমে একটি যাত্রীবাহী সিএনজি তল্লাশি করে ইয়াবাসহ চার রোহিঙ্গা হিজড়াকে আটক করা হয়। এ সময় তাদের ভ্যানিটি ব্যাগে তল্লাশি করে ৩ হাজার ৩শ' পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৯ লাখ ৯০ হাজার টাকা। এ সময় তাদের ব্যবহৃত দুটি মোবাইল সেট ও নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়।

ইয়াবাসহ আটককৃতদের রামু থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান রেজুখাল বিজিবি চেকপোস্ট ইনচার্জ।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর