১২ ডিসেম্বর, ২০১৯ ১৯:৫৮

নেত্রকোনায় কাবাডি প্রতিযোগিতা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় কাবাডি প্রতিযোগিতা

জেলা পুলিশের আয়োজনে নেত্রকোনায় মুজিববর্ষ উপলক্ষে ২০২০ জাতীয় স্কুল কাবাডি খেলা (বালক বালিকা) প্রস্তুতিমূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বেলা টায় জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মোক্তারপাড়া মাঠে কাবাডি খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আকবর আলী মুনসী। 

এ সময় উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় বনাম ফয়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের বালিকা দল। গ্রামীণ এই ঐতিহ্যবাহী খেলা উপভোগ করতে মাঠের চর্তুপাশে বিভিন্ন শ্রেণি পেশার ক্রীড়ামোদীরা মাঠে খেলা দেখতে ভিড় জমান। দিনব্যাপী খেলায় সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ৮টি বালক ও ৮টি বালিকা দল অংশগ্রহণ করে।
 
শুক্রবারে ফাইনাল খেলায় বালক দুটি ও বালিকা দুটি মোট ৪টি দল অংশ নেবে। তারা হচ্ছে বালক দত্ত উচ্চ বিদ্যালয় ও হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় বিরামপুর। বালিকা নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয় বালিকা দল। উদ্বোধনী খেলায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর