১ জানুয়ারি, ২০২০ ০৫:১৫

দিনে চায়ের দোকানে, গভীর রাতের পড়ালেখায় জিপিএ-৫

অনলাইন ডেস্ক

দিনে চায়ের দোকানে, গভীর রাতের পড়ালেখায় জিপিএ-৫

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার সাহেরা গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে মো. বিশাল মিয়া। পিইসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে বিশাল। জানা যায়, বাবার সঙ্গে চায়ের দোকানে দিন কাটিয়ে গভীর রাতের পড়ালেখায় তার এ সাফল্য।

বিশালের পিইসির ফলাফল বিবরণী থেকে দেখা যায়, সে ছয়টি বিষয়ের প্রতিটিতেই এ প্লাস পেয়েছে। বাংলায় ৮৫, ইংরেজিতে ৮৭, গণিতে ৮০, সমাজ বিজ্ঞানে ৯০, সাধারন বিজ্ঞানে ৯১ ও ধর্মে ৯৬ নম্বর। 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের দুই নং ফ্ল্যাটফরমের দক্ষিণ-পূর্ব প্রান্তে তাদের দোকানটির ভ্রাম্যমান টি স্টলের অবস্থান। 

মঙ্গলবার চা বানাতে বানাতেই কথা বললেন বিশালের বাবা মো. লিয়াকত মিয়া। তিনি জানান, গ্রামের বাড়ির জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামে। থাকেন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মৌড়াইলে। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে সংসার। বাড়ি ভাড়া, তিন সন্তানের পড়াশুনার খরচসহ অন্যান্য সাংসারিক ব্যয় মেটানো হয় চা বিক্রির আয় থেকেই। আগে বড় ছেলে ইভান দোকানে থাকতেন। কয়েক বছর ধরেই সঙ্গে থাকে বিশাল। বিকেল পাঁচটার পর এসে বাড়ি ফিরে রাত একটার দিকে। এরপর পড়তে বসে।

বিশালের জানায়, স্কুলের পাশাপাশি প্রাইভেট পড়া ছাড়াও দোকান থেকে বাড়ি ফিরেও পড়াশুনা করতো। মা কুলসুম বেগম তাকে স্কুল পাঠানো, পড়াশুনা নিয়মিত করার বিষয়ে উৎসাহ দেয়। বড় ভাই, বোনদের কাছ থেকেও উৎসাহ পায়।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর