মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকার একটি বাঁশঝাড় থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা ১১ টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত রানু বেগম (৪৫) ঢাকার ধামরাই উপজেলার নান্না-সুয়াপুর গ্রামের আরমান আলীর স্ত্রী।
বেতিলা গ্রামের আফরোজ আহমেদ জানান, নিহত রানু বেগম তার খালা। সে মানসিকভাবে অসুস্থ ছিলেন। মাসখানেক আগে খালা নিখোঁজ হন। নিখোঁজের পরপরই এলাকায় মাইকিং করে খোঁজার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রকিবুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে রানুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অসুস্থতাজনিত কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ