রাঙামাটিতে করোনা সংক্রমণ রোধে ঘরে অবস্থানরত কর্মহীন দরিদ্র মানুষগুলোকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন সংগঠন। পৃথক পৃথক উদ্যোগে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করছে সবাই। সোমবার দুপুরে রাঙামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে ত্রাণ বিতরণ করেন সংসদ সদস্য দীপংকর তালুকদার। এসময় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. সোলায়মান, সাধারণ সম্পাদক মো. মনসুর আলী, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় রাঙামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌর আওয়ামীলীগের ৯টি ওযার্ডের মোট এক হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেয়ার জন্য ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি ওয়ার্ডের জন্য ১০০ জনের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়া রাঙামাটি সদর উপজেলা ও পৌরসভার উদ্যোগেও কর্মহীন পরিবারগুলোর মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। রাঙামাটির বন্দুকভাঙ্গা ইউনিয়নের ১ নং ও ২ নং ওয়ার্ডের ৩০ পরিবারসহ মোট ৯টি ওয়ার্ডের ১৫০ পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা দেওয়া হয়।
অন্যদিকে রাঙামাটি পৌরসভার ৯টি ওয়ার্ডের ১২০০ পরিবারের মাঝে খাদ্য শস্য বিতরণ করেছে রাঙামাটি পৌরসভা। রাঙামাটি পৌরসভার মেয়র মো.আকবর হোসেন চৌধুরী কর্মহীন পরিবারগুলোর হাতে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় রাঙামাটি পৌরসভার প্রধান নির্বাহী মো. ইসলাম উদ্দিন, রাঙামাটি পৌরসভার প্যানেল মোঃ জামাল উদ্দিনসহ অন্যান্য ওয়ার্ড মেম্বারগণ উপস্থিত ছিলেন। পরে পৌর কাউন্সিলররা প্রতিটি ওয়ার্ডের কর্মহীন মানুষের ঘরে ঘরে এইসব খাদ্য পৌঁছে দেন।
বিডি প্রতিদিন/হিমেল