করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পড়া পাঁচ হাজার হতদরিদ্র ও হিজড়াদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও মহানগর যুবলীগ।
সোমবার সকালে ময়মনসিংহ সার্কিট হাউজ থেকে দেড় শতাধিক হিজড়াকে পাঁচ কেজি করে চাল প্রদান করেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। দুপুরে চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ সভাপতি আমিনুল হক শামীম নগরীর রামবাবু রোড, কালিবাড়ি, নতুন বাজারসহ বিভিন্ন এলাকার হতদরিদ্র ও রিকশাচালকদের মাঝে প্রায় পাঁচ হাজার প্যাকেট (চাল, ডাল, তেল, লবন) খাদ্য সামগ্রী তুলে দেন।

অপরদিকে আকুয়া ও এর আশপাশের এলাকায় একহাজার দরিদ্র পরিবারের মাঝে সুরক্ষা সামগ্রী এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি তুলে দেন মহানগর যুবলীগের আহ্বায়ক শাহীনুর রহমান।
বিডি প্রতিদিন/হিমেল