ময়মনসিংহের ফুলপুরে করোনাভাইরাসের কারণে হোম কোয়ারেন্টাইনে থাকা চা দোকানদার, রিকশাওয়ালা, কামার, কুমার, মুচিদের মাঝে চাল, ডাল, তেল, সাবান, মাস্ক ও স্যানিটাইজারসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি’র নির্দেশে রূপসী ইউনিয়নের পাগলা মোড়, রূপসী বাজার, সুলতানের মোড়, বালিয়া ইউনিয়নের কাইচাপুর, বিলাসাটি বাজার, বালিয়া বাজার, বওলা ইউনিয়নের বওলা বাজার ও খালমাগরা মোড়সহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এসময় করোনাভাইরাস বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করে লিফলেট বিতরণ করা হয়। সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি’র স্থানীয় প্রতিনিধি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম বাবুল, মিনহাজ উদ্দিন ভুঁইয়া, মাহফুজ, মিজান, বাবুল প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন