বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্কে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতেতে টেকনাফে বাড়িতে অবস্থান করা কর্মহীন ৩ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সাবরাং, সেন্টমার্টিন, বাহারছড়া, হ্নীলা, হোয়াইক্যং, টেকনাফ সদর ইউনিয়ন ও পৌরসভায় কর্মহীন ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল মনসুরসহ বিভিন্ন কর্মকর্তাগণ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ