৩১ মার্চ, ২০২০ ১২:৫৭

সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' বনদস্যু বাহিনীর প্রধান নিহত, অস্ত্র-গুলি উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' বনদস্যু বাহিনীর প্রধান নিহত, অস্ত্র-গুলি উদ্ধার

বাগেরহাটে পূর্ব সুন্দরবনে র‌্যাবের সাথে 'বন্দুকযুদ্ধে' বনদস্যু ফারুক বাহিনীর প্রধান ফারুক মোড়ল (৩৮) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই র‌্যাব সদস্য। মঙ্গলবার সকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কোদাল্লিয়া খাল এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। 

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে র‌্যাব সদস্যরা তল্লাসি চালিয়ে বনদস্যুদের ব্যবহৃত ১টি দেশি বন্দুক, ১টি রামদা, হাসুয়া, ১১ রাউন্ড তাজা গুলি ও ১৪ রাউন্ড গুলির খোসাসহ নৌকা ও বিভিন্ন সরজ্ঞাম উদ্ধার করে।

খুলনা র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্ণেল রওশনুল ফিরোজ জানান, বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের কোদাল্লিয়া খালে সোমবার গভীর রাতে একদল বনদস্যু জেলেদের জিম্মি করে চাঁদা আদায় করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান শুরু করেন। অভিযানের এক পর্যায়ে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে র‌্যাব সদস্যরা সুন্দরবনের কোদাল্লিয়া খাল এলাকায় পৌঁছালে সেখানে পূর্ব থেকে অবস্থান নিয়ে থাকা বনদস্যুরা তাদের উপর গুলি ছুড়তে থাকেন। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও গুলি চালান। উভয় পক্ষের মধ্যে প্রায় আধ ঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধের এক পর্যায়ে এক বনদস্যু গুলিবিদ্ধ হন। এ সময় বাকী বনদস্যুরা সুন্দবনের গহীন অরণ্যে পালিয়ে যান। র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে তল্লাসি চালিয়ে বনদস্যুদের ব্যবহৃত ১টি দেশি বন্দুক, ১টি রাম দা, হাসুয়া, ১১ রাউন্ড তাজা গুলি ও ১৪ রাউন্ড গুলির খোসাসহ নৌকা ও বিভিন্ন সরজ্ঞাম উদ্ধার করে। গুলিবিদ্ধ বনদস্যুকে মোংলা উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে উপস্থিত লোকজন নিহত বনদস্যুকে বাহিনীর প্রধান ফারুক মোড়ল বলে শনাক্ত করেন। নিহত বাহিনীর প্রধান ফারুক মোড়ল খুলনা জেলার দাকোপ উপজেলার কলাবগি গ্রামের আকবর মোড়লের ছেলে। দুপুরেই নিহত দস্যুর লাশ ও উদ্ধার হওয়া অস্ত্র-গুলি মোংলা থানায় হস্তান্তর করেছে র‌্যাব।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর