৩১ মার্চ, ২০২০ ১৩:০৮

ফেনীতে টিসিবির পণ্য কিনতে ভিড়

ফেনী প্রতিনিধি

ফেনীতে টিসিবির পণ্য কিনতে ভিড়

সরকার নির্ধারিত মূল্যে ফেনীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)- এর ভোগ্যপণ্য বিক্রয় শুরু করেছে ডিলাররা। আজ মঙ্গলবার সকাল হতে শহরের বিভিন্ন স্থানে পণ্য বিক্রয় করছে অনুমোদিত ডিলাররা। 

করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে ও জনসমাগম ঠেকাতে বন্ধ রয়েছে জেলার প্রায় ব্যবসা প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্রসহ সামাজিক অনুষ্ঠান। তাই পণ্যের সংকট দেখিয়ে যাতে অসাধু ব্যবসায়ীরা গ্রাহক ঠকাতে না পারে এবং ভোগ্যপণ্যের চাহিদা পূরণে ও নায্যমূল্যে পণ্য সরবরাহে টিসিবির এই উদ্যোগ।

টিসিবির পণ্য পরিবহণের সামনে দেখা গেছে মানুষের ভিড়। গ্রাহকদের অভিযোগ প্রয়োজনের তুলনায় টিসিবি মালামাল কম দিচ্ছে। তাই বরাদ্ধ বাড়ানোর দাবি জানিয়েছে তারা।

টিসিবির ডিলার মো. হুমায়ুন কবির ভূঞা জানান, আজ তৃতীয় ধাপে শহরের দুটি স্থানে ৬৫০ কেজি চিনি, ৩০০ কেজি মশুরের ডাল, ১ হাজার লিটার ভোজ্য তেল বিক্রি করা হচ্ছে। চিনি ও ডাল ৫০ টাকা কেজি দরে এবং তেল লিটার প্রতি ৮০ টাকায় বিক্রয় করা হচ্ছে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর