করোনাভাইরাস প্রতিরোধে হবিগঞ্জের আজমিরীগঞ্জের হাওর অঞ্চলের দরিদ্র জনগোষ্টির মাঝে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি খাদ্যসামগ্রীয় বিতরণ করা হয়েছে।
প্রতিদিন আজমিরীগঞ্জ উপজেলা বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রীয় চাল, ডাল, আলো ও সোয়াবিন তৈল বিতরণ করছেন ডাঃ লোকমান মিয়া।
এর অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে তিনি উপজেলার সৌলরী, কাকাইলছেও গ্রামের ৩ শতাধিক দরিদ্র অসহায় লোকজনদের মাঝে খাদ্য সামগ্রীয় বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেনা বেগম, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন