১ এপ্রিল, ২০২০ ১১:২৭

ধামরাইয়ে রাতের আঁধারে খাদ্যসামগ্রী নিয়ে ঘরে ঘরে মেয়র

ধামরাই (ঢাকা) প্রতিনিধি:

ধামরাইয়ে রাতের আঁধারে খাদ্যসামগ্রী নিয়ে ঘরে ঘরে মেয়র

ঢাকার ধামরাই পৌরসভার মেয়র গত তিন ধরে রাতের আঁধারে পৌরসভার বিভিন্ন এলাকায় দুস্থ ও কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাউল ডাল, পেয়াজ তেল, আটা সুজি ও চিনি।

পৌরসভার মেয়র গোলাম কবির বাংলাদেশ প্রতিদিনকে জানান, সারা বিশ্বের মত বাংলাদেশেও করোনা ভাইরাসের আক্রমন দেখা দেয়ায় সরকারে নির্দেশ মোতাবেক সকলকেই নিজ বাড়িতে অবস্থান করতে প্রথমে জনসাধারনের সচেতনতায় লিফলেট বিতরন, মাইকিংসহ বিদেশ ফেরত ব্যাক্তির বাড়িতে লাল পতাকা টাঙ্গিয়ে কোয়ারেন্টিনের ব্যবস্থা করেছি। এতে এলাকায় নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়ে। তারপরও তারা যেন অভাবে তাড়নায় বাইরে কাজে না যায় সেজন্য ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী দিচ্ছি। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর