১ এপ্রিল, ২০২০ ১২:২৭

রাতে ঘুরে ঘুরে ১৫০টি বাড়িতে খাবার পৌঁছে দিলেন তালার ইউএনও

অনলাইন ডেস্ক

রাতে ঘুরে ঘুরে ১৫০টি বাড়িতে খাবার পৌঁছে দিলেন তালার ইউএনও

মধ্যরাতে সবাই যখন ঘুমিয়ে তখন বাড়ি বাড়ি গিয়ে অসহায় মানুষদের খুঁজে বের করে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।  এভাবেই ১৫০ বাড়িতে বাড়িতে ঘুরে কেটে গেছে ইউএনও'র রবিবারের রাত।

বিতরণকৃত খাবার ও সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি লবণ ও একটি করে সাবান। 

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, দিনমজুর ও খেটে খাওয়া মানুষরা বাড়িতে থেকে অসহায় হয়ে পড়েছেন। বাড়িতে থাকা খাবার সামগ্রী শেষ হয়ে আসছে। সরকারের বরাদ্দকৃত খাদ্য সামগ্রী প্রকৃত দুস্থ ও অসহায় মানুষদের হাতে তুলে দিয়েছি। বলেছি আপনাদের বাইরে আসতে হবে না। খাবার আমরা পৌঁছে দেব। বাড়িতে নিরাপদে থাকুন। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর