নওগাঁয় গ্রাহকের কাছে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে জেলার নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড এর কর্মকর্তা এবং কর্মচারিদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জা (পিপিই) বিতরণ করা হয়েছে।
গত ৩০ মার্চ শহরের নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড নওগাঁ (নেসকো) এর প্রধান নির্বাহী কার্যালয়ে ৫০জন কর্মকর্তা এবং কর্মচারীকে বিনামূল্যে করোনাভাইরাস প্রতিরোধক পোশাক পিপিই প্রদান করেন নেসকো লিঃ নওগাঁ দপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব মো. মনির হোসেন।
এসময় প্রকৌশলী মো. মনির হোসেন বলেন- জেলায় নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সেবা দিতে গিয়ে নেসকো কর্মকর্তা এবং কর্মচারীদের অধিকাংশ সময় মাঠে কাজ করতে হয়। বর্তমানে করোনাভাইরাস থেকে আমাদের কর্মকর্তাদেরও সুরক্ষার প্রয়োজন আছে। তাই নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. জাকিউল ইসলাম এর নির্দেশনায় সকল কর্মকর্তাদের মাঝে পিপিই পোশাক বিতরণ করা হয়েছে। এতে করে সাধারণ মানুষকে সেবা প্রদান এবং নওগাঁ জেলায় নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সেবা প্রদানকালে আর কোন অসুবিধার সম্মুখীন হতে হবে না। জেলার সকল স্থানে এই পিপিই পোশাক পরিধান করে জেলায় নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সেবা পৌঁছে দেবার লক্ষে কাজ করে যাবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড নওগাঁর সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইয়াকুব আলী, উপ-সহকারি প্রকৌশলী প্রসেনজিত কুমারসহ প্রতিষ্ঠানটির নওগাঁ শাখার সকল কর্মকর্তা এবং কর্মচারিবৃন্দ।
বিডি প্রতিদিন/ফারজানা