নোয়াখালী বেগমগঞ্জে বসতবাড়িতে হামলা চালিয়ে রহিমা আক্তার (৪৫), মোর্শিদা খানম (২৭) সহ ৪ জনকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে উপজেলার গোবিন্দের খিল গ্রামে পাঠান বাড়িতে। দাউদখান পাঠানের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার ২দিন পরেও আজ পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। বিধবা রহিমা তার দখল ও মালিকীয় জমিতে ঘর দিতে গেলে তারা হামলা চালায় ও ভাংচুর করে। গত ৩ বছর থেকে তাদেরকে হয়রানি করে আসছে। সন্ত্রাসীদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে এ পরিবারটি।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান, খুব তাড়াতাড়ি তাদের গ্রেফতার করা হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ