১ এপ্রিল, ২০২০ ১৩:৫৬

মোরেলগঞ্জ-শরণখোলায় ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা বিএনপি'র

বাগেরহাট ও মোরেলগঞ্জ প্রতিনিধি:

মোরেলগঞ্জ-শরণখোলায় ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা বিএনপি'র

বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় করোনা প্রতিরোধে গৃহবন্দি কর্মহীন ৫ হাজার দরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝে বিএনপির পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া শুরু হয়েছে। জেলা বিএনপির সদস্য ও বাগেরহাট- ৪ সংসদীয় আসনে গত ২১ উপ-নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়া বিএনপির প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন তার ব্যক্তিগত তহবিল থেকে এসব খাদ্য সহয়তা দিচ্ছেন। 

মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলা বিভিন্ন এলাকায় বিএনপি নেতা কাজী শিপনের পক্ষে বুধবার এসব খাদ্য বিতরণ করেন জেলা বিএনপির সাবেক বন ও পরিবশে সম্পাদক আনোয়ার হোসেন পঞ্চায়েত, শরণখোলা উপজেলা বিএনপি সহসভাপতি ফজলুল হক তালুকদার, ডা. শফিকুল ইসলাম বাবুল, বিএনপি নেতা নাজমুল আহসান শিমুল গাজী, মোরেলগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি শহিদুল হক বাবুল, মোরেলগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন সামাদসহ দলীয় নের্তৃবৃন্দ।

মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় বিএনপি নেতার দেয়া এসব খাদ্য সহয়তার প্রতিটি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ২ কেজি আলু, একটি সাবান ও একটি করে মাস্ক।
 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর