৪ এপ্রিল, ২০২০ ০৯:২১

৫ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দেবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক

নাটোর প্রতিনিধি

৫ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দেবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক

করোনাভাইরাসের প্রভাবে নাটোরের সিংড়ায় কর্মহীন হয়ে পড়া ৫ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। 

শুক্রবার দুপুরে সিংড়া কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে এ কথা জানান পলক। এসময় তিনি বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপজেলার ৫ হাজার পরিবারের মাঝে চাউল, মাস্ক ও সাবান বিতরণ করা হবে। নামাজ শেষে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।

প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারি মাওলানা রুহুল আমিন বলেন, প্রধানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে সিংড়ায় ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে। এছাড়া পরবর্তীতে আরো পরিবারকে সহায়তা দেয়া হবে। করোনাভাইরাস প্রতিরোধে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের পাশে আওয়ামী লীগ সরকার আছে এবং থাকবে।

এদিকে, শুক্রবার সকালে করোনাভাইরাস সংক্রমণ নিরাপত্তা হিসেবে নাটোর জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক স্বাস্থ্য সামগ্রী প্রদান করেন। নাটোর সার্কিট হাউসে নিজ উদ্যোগে  তিনি ৮ হাজার মাক্স, ৮হাজার গ্লাভস (৪হাজার জোড়া) ও ৫শ’ পিপিই প্রদান করেছেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ও সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমানের হাতে।  এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানসহ সরকারী কর্মকর্তারা ও গণমাধ্যম কর্মীরা।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর