৪ এপ্রিল, ২০২০ ১৩:৪৯

জামালপুরে এক যুবকের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ

জামালপুর প্রতিনিধি

জামালপুরে এক যুবকের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ

জামালপুরে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে একজনের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। শুক্রবার বিকেলে সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়।

স্থানীয় সূত্রে জানাগেছে, গত ২৮ মার্চ টঙ্গী থেকে সর্দি, জ্বর নিয়ে বাড়ি ফেরেন ওই ব্যক্তি। বিষয়টি জানার পর মেষ্টা ইউপি চেয়ারম্যান নাজমুল হক বাবু তাকে হোম কোয়ারেন্টাইনে রাখেন। এতে এলাকার বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার বিকেলে ডেপুটি সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামানের নেতৃত্বে একটি মেডিকেল টিম ওই যুবকের নমুনা সংগ্রহ করে।

জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সংবাদ পেয়ে আমরা ওই যুবকের বাড়ি গিয়ে তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছি। নমুনা রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ইউপি চেয়ারম্যান নাজমুল হক বাবু জানান, ওই পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। নমুনা রিপোর্ট না আসা পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর