৪ এপ্রিল, ২০২০ ১৩:৫৩

ফেনীতে করোনা সন্দেহে ৭ ব্যক্তির নমুনা সংগ্রহ

ফেনী প্রতিনিধি

ফেনীতে করোনা সন্দেহে ৭ ব্যক্তির নমুনা সংগ্রহ

করোনাভাইরাসের বিস্তার রোধে ফেনীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ২১ জনকে। এই সময়ে জেলায় হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে ৩২ জনের। 

রিপোর্ট লেখা পর্যন্ত সর্বমোট হোম কোয়ারেন্টাইনে রয়েছ ১ হাজার ১১১ জন এবং হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে ৯৪৪ জনের।

অপরদিকে গত দু’দিনে করোনাভাইরাস সংক্রমণ নিরূপণে ৭ ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। সন্দেহভাজন রোগীরা ফেনী সদর, সোনাগাজী, দাগনভূঁইয়া ও ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা। তারা জ্বর, সর্দি, কাশি উপসর্গে ভুগছেন বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। তাই তাদের সংস্পর্শে ব্যক্তিদেরও আলাদাভাবে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজ (বিআইটিআইডি) সেন্টারে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। আর রিপোর্ট পজিটিভ এলে পরিবারের অন্যদেরও নমুনা সংগ্রহ করা হবে। 

অন্যদিকে, গত বুধবার সদর উপজেলার পশ্চিম ছনুয়া গ্রামের বাড়িতে শ্বাসকষ্টে মৃত যুবকের করোনা সংক্রমণ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে জানানো হয়েছে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর