৪ এপ্রিল, ২০২০ ১৩:৫৭

সরকারি নির্দেশনা অমান্য করায় কুষ্টিয়ায় ২ জনকে অর্থদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি

সরকারি নির্দেশনা অমান্য করায় কুষ্টিয়ায় ২ জনকে অর্থদণ্ড

কুষ্টিয়ার ভেড়ামারায় করোনাভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা এবং অকারনে ঘোরাঘুরি করায় একজনকে ১ হাজার টাকা অর্থদণ্ড করে‌ছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ শনিবার দুপুরে ভেড়ামারা শহরে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ জানান, আজ দুপুরে ভেড়ামারা শহরে করোনাভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ মোতাবেক শহরের পাবনা সুইটস’র মালিককে ৪০ হাজার টাকা এবং অকারনে ঘোরাঘুরি করায় এক মোটরসাইকেল আরোহীকে দণ্ড বিধির ১৮৮ ধারায় ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। 


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর