৪ এপ্রিল, ২০২০ ১৪:২৭

করোনা মোকাবেলায় ৬ দফা দাবি কিশোরগঞ্জ কমিউনিস্ট পার্টির

কিশোরগঞ্জ প্রতিনিধি

করোনা মোকাবেলায় ৬ দফা দাবি কিশোরগঞ্জ কমিউনিস্ট পার্টির

করোনাভাইরাস মোকাবেলায় ৬ দফা দাবি পেশ করেছে কিশোরগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টি।

জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব দাবি তুলে ধরা হয়।

৬ দফা দাবির মধ্যে রয়েছে- কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে জরুরি ভিত্তিতে করোনাভাইরাস শনাক্তকরণ ল্যাব স্থাপন ও টিট সরবরাহ, জেলার প্রতিটি উপজেলায় সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে পিপিই সরবরাহ করে চিকিৎসা সেবা নিশ্চিত করা, জেলায় ক্ষেতমজুরসহ নিম্ন আয়ের বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমজীবী মানুষের তালিকা প্রস্তুত করে সকলকে খাদ্য, ওষুধসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান, প্রতিটি পৌরসভা ও ইউনিয়নে টিসিবির কার্যক্রম চালু করা, কাঁচা বাজার, ওষুধের ফার্মেসি ও অলি গলিতে জীবাণুনাশক স্প্রে করা, আগামী জুন মাস পর্যন্ত বিদ্যুৎ ও গ্যাস বিল মওকুফ, খাই খালাসি আইন করে এনজিও ঋণ মওকুফ এবং আগামী তিন মাস বাসা ভাড়া স্থগিত করা।

তারা অবিলম্বে এ দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর