৪ এপ্রিল, ২০২০ ২১:৫৪

নাটোরে অসহায় মানুষের পাশে দাঁড়ালো কারা পরিবার

নাটোর প্রতিনিধি

নাটোরে অসহায় মানুষের পাশে দাঁড়ালো কারা পরিবার

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে কারা পরিবার। নাটোর জেলা কারাগারের কারারক্ষীসহ সকল কর্মকর্তা-কর্মচারী তাদের রেশনলব্ধ খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন ১০০ অসহায় পরিবারের হাতে। 

শনিবার জেলা প্রশাসক মো. শাহরিয়াজ নাটোর সদর উপজেলার একডালা আদিবাসী পল্লী এবং জংলী গুচ্ছগ্রামে ১০০ পরিবারের মাঝে কারা পরিবার প্রদত্ত খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে পরিবার প্রতি ১০ কেজি করে চাল, এক কেজি করে ডাল ও পিয়াজ, দুই কেজি আলু, ২৫০ গ্রাম করে রসুন ও আদা। এছাড়াও মাস্ক প্রদান করা হয়। 

নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম এ সময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, দুর্যোগে-দুর্ভোগে মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে জেলা কারাগারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। 

নাটোর জেলা কারাগারের জেল সুপার আব্দুল বারেক বলেন, উদ্ভুত পরিস্থিতিতে ভবিষ্যতেও আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।  

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর