বগুড়া করোনা আইসোলেশন কেন্দ্র মোহাম্মদ আলী হাসপাতালে সর্দি, জ¦র, কাশিতে আক্রান্ত হয়ে ভর্তি হওয়ার দুই ঘন্টা পর মারা গেলেন এনামুল (৪২)। তিনি পেশায় রিকশাচালক। তার বাড়ি বগুড়া সদরের সাবগ্রাম চাঁন্দুপাড়ায়। মৃত্যুর পরপরই তার বাড়িটিই লকডাউন করা হয়।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিক আমিন কাজল জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সর্দি, কাশি, জ্বর নিয়ে শহরতলী সাবগ্রাম চান্দুপাড়ার এনামুল নামের একজন ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পর রাত ৮টায় তার মৃত্যু হয়। মৃতদেহটি প্রশাসনের হেফাজতে দেওয়া হয়েছে। প্রশাসন স্বাস্থ নিয়ম অনুযায়ী দাফন করবে।
তিনি জানান, নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে। ফলাফল না আসা পর্যন্ত করোনা আক্রান্ত কিনা তা বলা যাচ্ছেনা। বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান জানান, ঘটনার পরপরই ওই ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। তার নমুনা রাজশাহী প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ আল আমীন