করোনাভাইরাস মোকাবিলায় নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসন তথ্য ও সহায়তা কেন্দ্র চালু করেছে। বৃহ¯পতিবার সকালে গুরুদাসপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ভূমি অফিসের সেবাগৃহে ওই তথ্য ও সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। তিনজন পর্যায়ক্রমে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, করোনা তথ্য ও সেবা কেন্দ্রের মাধ্যমে উপজেলার করোনা সংক্রান্ত আপডেট তথ্য পাওয়া যাবে। একস্থান থেকেই আক্রান্ত রোগীদের খাদ্য ও চিকিৎসাসেবার বিষয়টিও নিশ্চিত করা যাবে। তথ্য কেন্দ্র্রের দায়িত্ব পালন করবেন ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যাক্তত্ব মিজানুর রহমান মিজান, রোভার স্কাউটস লিডার রাসেল আহম্মেদ ও উপজেলা নির্বাহী অফিসের আনোয়ার হোসেন। তথ্য আদান প্রদান করা যাবে দুটি হট লাইন নম্বরের মাধ্যমে। নম্বরগুলো হলো: ০১৩১৫১৭১৩৫৪ ও ০১৭৮৯২৮৯০০০।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন জানান, বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। সামাজিক দূরত্ব নিশ্চিত, ঘরে থাকতে উৎসাহিত করা, কর্মহীন মানুষের বাসায় খাদ্য সহায়তা পৌছে দেওয়াসহ আনুষঙ্গিক সেবা প্রদানের লক্ষ্যে তথ্য সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন