করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পিরোজপুর জেলাকে লকডাউন ঘোষণার প্রথম দিনে রাস্তায় ব্যপক তৎতপর ছিল প্রশাসন। তবে লকডাউন ঘোষণার পরেও শহরের বাজার ও রাস্তায় লোকজনের উপস্থিতি চোখে পড়েছে। ফলে লকডাউন না মানায় প্রথম দিনে ১২ জনকে ৫ হাজার সাতশ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবু আলি সাজ্জাদ হোসেন।
জানা যায়, পিরোজপুর জেলা ম্যাজিস্ট্রেট ও আবু আলী সাজ্জাদ হোসেন বৃহস্পতিবার রাতে জেলার সর্বসাধরনের জন্য দেয়া এক গণবিজ্ঞপ্তিতে জেলাকে অবরুদ্ধ করার আদেশ জারি করেন। এরপর সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় প্রশাসনকে ব্যাপক তৎতপর থাকতে দেখা যায়।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনকে মাইক হাতে দিনভর রাস্তায় মানুষকে বাইরে বের হতে নিষেধ করতে ও লকডাউন মেনে চলতে অনুরোধ করতে দেখা গেছে। তবে এর মধ্যেও অনেক মানুষকে দেখো গেছে শহরের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে। বিশেষ করে বাজারে উপস্থিতি ছিল মানুষের। লকডাউন না মেনে বের বাইরে হবার জন্য ১২ জনকে জরিমানা করা হয়েছে। আগামীকাল থেকে আরও কড়াকড়ি করা হবে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/আরাফাত