করোনা পরিস্থিতিতে আর পাঁচজন সাধারণ খেটে খাওয়া মানুষের মতোই দুর্যোগ সময় পার করছেন দেশের তৃতীয় লিঙ্গের মানুষরা। এই সময়ে বরগুনার পাথরঘাটায় তাদের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির।
গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে পাথরঘাটা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে ৯ জনকে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। এছাড়াও পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পঙ্গু মুক্তিযোদ্ধা রাজেশ্যাম ও উপজেলার কাঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মনমথ রঞ্জন মিস্ত্রীর বাড়িতে খাদ্যসামগ্রী দেয়া হয়।
তৃতীয় লিঙ্গের প্রধান সুমি আক্তার বলেন, করোনা পরিস্থিতিতে বাংলাদেশে অচল অবস্থার শুরু থেকে এখন পর্যন্ত ইউএনও স্যার ছাড়া কেউ আমাদের পাশে দাঁড়ায়নি। ইউএনও স্যারকে ধন্যবাদ জানাই।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ