দেশের করোনা মোকাবিলায় দেড় হাজার কর্মহীন ও দিন মজুরদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ধামরাইয়ের আমতা ইউনিয়নের ব্যবসায়ী সমাজসেবক আরিফ হোসেন। আজ শনিবার সকালে জেঠাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় সামাজিক দুরত্ব বজায় রেখে এসব পরিবারের মাঝে চাল, চিনি তেল, আলু, ডাল, ভূট্টা ও লবন তুলে দেন।
কর্মহীনরা জানান, সমাজসেবক আরিফ হোসেন আমাদের দুঃসময়ে পাশে দাঁড়িয়ে ব্যাপক উপকার করলেন। তবে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে তারা অনেকেই সরকারি ত্রাণ পাননি বলে জানান।
আরিফ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে জানান, দেশের এ ক্রান্তিকালে আমার ইউনিয়নের কর্মহীন ও দুস্থদের পাশে একটু দাঁড়ানোর সুয়োগ হয়েছে বলে এটা তিনি ভাগ্যে বলে মনে করেন। কারণ যাদের পাশে তিনি দাঁড়িয়েছেন তারা পরিস্থিতির শিকার। দেশে করোনা মোকাবিলায় তারা কর্মহীন হয়ে পড়েছে। তিনি এসকল কর্মহীনদের পাশে সরকারের পাশাপাশি সকল বিত্তবানদের দাঁড়ানোর জন্য অনুরোধ করেন।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ