নারায়ণগঞ্জের রূপগঞ্জে করোনাভাইরাসে (কভিড-১৯) মৃতদের দাফনের দায়িত্ব নিতে এগিয়ে এসেছে “শরীফ-বিদ্যুৎ স্মৃতি ফাউন্ডেশনের” এক দল তরুণ।
উপজেলা কায়েতপাড়া ইউনিয়নের মো. সাইদুর রহমানের উদ্যোগে সংগঠনের সদস্যরা করোনায় আক্রান্ত রোগীরা মারা গেলে তাদের দাফন করে দিবেন। শুক্রবার তারা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছেন।
সদস্যরা জানান, কায়েতপাড়াকে সুন্দর ও নিরাপদ রাখতে, অসহায়দের পাশে দাঁড়াতে, করোনায় কোন রোগী আক্রান্ত হলে তাকে সহজে চিকিৎসা পাইয়ে দিতে সহযোগিতা করা হবে। আর যদি কারও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাহলে তাদের দাফন-কাফনের দায়িত্ব নেবে এই স্বেচ্ছাসেবী দল।
সংগঠনটির উদ্যোক্তারা হলেন সাইদুর রহমান, নাসির, শাহিন খান এবং সহযোগীরা হলেন এস আলম, আনিস খাঁন, আঃ সাত্তার,লাভলু, রূপম, আমিনুল, আমির, খোরশেদ। তাদের সঙ্গে যুক্ত রয়েছেন আরও অনেকে।
বিডি প্রতিদিন/ফারজানা