টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে অলিভিয়া নামে একজনের লাশ উদ্ধার করেছে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহতের বাড়ি বগুড়ার ধুনটের সোনাতলা গ্রামের। এ ঘটনায় একই এলাকার আরও ২ জন নিখোঁজ রয়েছে।
ভূঞাপুর থানার ওসি রাশিদুল ইসলাম জানান, গতকাল শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু সেতুর ১৪ নং পিলারের কাছে ১৪ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ১৪ জনের মধ্যে ১১ জন বিভিন্ন ভাবে তীরে উঠে আসে। নিখোঁজ তিনজনের মধ্যে আজ শনিবার বেলা ১২ টার দিকে একজনের লাশ উদ্ধার হলেও বাকি দুই জনকে উদ্ধার করা সম্ভাব হয়নি। উদ্ধারকৃতরা সবাই শ্রমিক।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শফিকুল ইসলাম বলেন, গতকাল শুক্রবার নৌকা ডুবির ঘটনায় বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়। আজ শনিবার সকাল দশটা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে। এ পর্যন্ত একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ