বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের ব্যক্তিগত তহবিল থেকে বগুড়া সদর, ধুনট ও শেরপুর উপজেলার ৫শ’ অসহায় নেতাকর্মীর মাঝে আর্থিক অনুদান বিতরণ শুরু হয়েছে।
শনিবার বগুড়া শহর বিএনপির কার্যালয়ে আর্থিক অনুদান বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার বেলাল, আহ্বায়ক কমিটির সদস্য সহিদ উন নবী সালাম, মনিরুজ্জামান মনি, এমপির ব্যাক্তিগত সহকারী আব্দুল আজিজ ও সাইদুল ইসলাম।
এসময় বিএনপি নেতৃবৃন্দ বলেন, বিগত যেকোন ক্রান্তিকালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। এখনও তারা পাশে আছেন। তারা সবসময় নেতাকর্মীদের খোঁজ খবর নিচ্ছেন। তাদের নির্দেশে করোনাভাইরাস মোকাবেলায় বিএনপি এবং সংগঠনের নেতৃবৃন্দ মানুষের পাশে আছে এবং থাকবে।
নেতৃবৃন্দ আরও বলেন, সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের ব্যক্তিগত তহবিল থেকে অসহায় কর্মীদের মাঝে আর্থিক অনুদান প্রদান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/কালাম