মানিকগঞ্জে কর্মহীন পাঁচশত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের প্রধান উপদেস্টা মাহবুব মোর্শেদ হাসান রুনুর সহধর্মিনী মারজান নুন নাহার লিলির সহযোগীতায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড গোলাম মহীউদ্দীন। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক বাদরুল ইসলাম খান, সুলতানুল আজম খান আপেল, কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু ,দপ্তর সম্পাদক এহেতেশাম হোসেন খান।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ