বাগেরহাটের চিতলমারী উপজেলায় টিসিবি’র তেল কালোবাজারে বিক্রির ঘটনায় বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম উকিল ও চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. মিলন মাঝিকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দলীয় হাই কমান্ডের নির্দেশে চিতলমারী উপজেলা আওয়ামী লীগ ও বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ১৬ এপ্রিল সকালে বাগেরহাটের চিতলমারীতে কালোবাজারে বিক্রি হওয়া টিসিবি’র ১৯২ লিটার তেলের মধ্যে ৯০ লিটার তেল উদ্ধার করে উপজেলা প্রশাসন। এ সময় টিসিবি’র পণ্য কালোবাজার থেকে কিনে বিক্রির দায়ে চিতলমারী বাজারের আবির স্টোরের মালিক ইসমাইল কাজীকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
আবির স্টোরের মালিক ইসমাইল কাজীর বক্তব্য ও প্রশাসনের তদন্তে এই তেল চুরির সাথে বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি টিসিবি’র ডিলার আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম উকিল ও চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. মিলন মাঝির নাম উঠে আসে।
বিষয়টি প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচার হলে ব্যাপক সমালোচনার মুখে পড়ে আওয়ামী লীগ। এই অবস্থায় শুক্রবার রাতে চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় এবং বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মো. মোস্তাফিজুর রহমান সোহেল, যুগ্ম-আহবায়ক সরদার আব্দুল কাদের স্বাক্ষরিত পৃথক-পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দুই নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে জানানো হয়।
একই সাথে কেন তাদেরকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে জন্য ৭ দিনের মধ্যে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা