সুনামগঞ্জের চার উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে পৃথক বজ্রপাতের ঘটনায় প্রাণ হারিয়েছেন চার কৃষক। আজ সকাল ১০ টা থেকে দুপুর ১২ টার মধ্যে চলা কালবৈশাখী ঝড়ের সময় এই প্রাণহানীর ঘটনা ঘটে।
মৃতরা হলেন, শাল্লা উপজেলার নারায়নপুর গ্রামের শংকর দাস, জগন্নাথপুর উপজেলার বাউধরন গ্রামের শিপন মিয়া (৩২), দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গাজিনগর গ্রামের ফরিদ মিয়া (৩৫)।
এদিকে, দিরাই উপজেলার চিনাউড়া হাওরে বজ্রপাতে নিহত কৃষক তাপস মিয়ার (৩৫) বাড়ি হবিগঞ্জ জেলার আজমরিগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে।
স্ব স্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল