ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন ১৯০০ কর্মহীন দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। শনিবার দিনব্যাপী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৯০০শ কর্মহীন দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সালন্দর ইউনিয়নে ২৫০টি, বালিয়া ইউনিয়নে ২৩০টি ও আকচা ইউনিয়নে ২২০টি কর্মহীন পরিবারের মাঝে এ খাবার বিতরণ করেন সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
এছাড়াও নারগুন গুচ্ছ গ্রামে ২০টি পরিবারের মাঝে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদা আক্তার মাসু ও সহকারী কমিশনার ভুমি বহ্নি শিখা আশা গড়েয়া গুচ্ছগ্রামে ৮০টি, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামীয়েল মার্ডি বড়গাঁওয়ে ২০০, জগন্নাথপুরে ২৫০, শুকানপুকুরীর ১০০, রায়পুর ও চিলারং ইউনিয়নে ১৫০ করে ৪০০ পরিবারকে বিশেষ এ খাবার বিতরণ করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ