কেউ ফুটবল খেলছে, কেউ ক্রিকেট খেলছে! কোন কোন স্থানে কেউ আবার লুডু বা তাস দিয়ে জুয়া খেলছে। কাঞ্চন ব্রিজের নিচে প্রতিদিন শতশত মানুষের আড্ডাও বসছে। এ অবস্থায় করোনাভাইরাসের ঝুঁকিতে কিশোর-যুবকসহ বিভিন্ন বয়সের মানুষ। এ অবস্থা প্রতিদিনই দেখা যাচ্ছে দিনাজপুর শহরের পাশ দিয়ে বহমান পূনর্ভবা নদীর জেগে উঠা চরে।
এখানে মাঝে মধ্যে পুলিশের অভিযান চললেও বন্ধ হয়নি এইসব। প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সরকারি বিধি নিষেধ অমান্য করে সামাজিক দুরত্ব বজায় না থাকায় নদীর পাড় এলাকার বিভিন্ন মানুষের ঝুঁকিতে সবাই।
এমন অবস্থা বিরাজ করলে অবস্থা খুব ভয়ঙ্কর হতে পারে বলে সন্দেহ করেছেন ওই এলাকার সচেতন মানুষ। এতে করোনাভাইসের সংক্রামণ ঝুকি বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় রফিকুল ইসলামসহ অনেকে জানায়, পুলিশ একদিকে ধাওয়া দিলে, তারা অন্য দিকে চলে যায়। প্রতিদিন সকাল, বিকালে কাঞ্চন ব্রিজ ও রেল ব্রিজের নীচে দেখা যায় শতাধিক মানুষের ভিড়। আবার সন্ধ্যাতেও অনেককে আড্ডা মারতেও দেখা যায়। তাই পুলিশকে আরও কড়া হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ