করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রশাসনের নির্দেশে মানুষ ঘরবন্দি। এতে সমস্যায় পড়েছে দিনাজপুরের শহরের বিভিন্ন এলাকায় কর্মহীন বস্তিবাসীরা। তাদের সমস্যা নিরসনে এবং নিরাপদে ঘরে রাখতে বাড়ি বাড়ি বিনামূল্যে সবজি বিতরণ করছে রেস্তোরাঁ মালিক সমিতি দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
হুইপ ইকবালুর রহিম এমপির পরামর্শে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি দিনাজপুর জেলা শাখার উদ্যোগে গত ৫ দিন ধরে বিভিন্ন বস্তি এলাকায় এসব সবজি বিতরণ করা হচ্ছে।
শনিবার দিনাজপুর শহরের বালুবাড়ী ঢাকাইয়াপট্টি এলাকার বস্তিবাসীদের মাঝে সবজি বিতরণ উদ্বোধন করেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো সদস্য মাহমুদুল হাসান মানিক।
এ সময় উপস্থিত ছিলেন রেস্তোরাঁ মালিক সমিতির দিনাজপুর জেলা শাখার সভাপতি শ্যামল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাজেদুর রহমান দুলাল, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মো. আসলামুর রহমান মাহাবুব প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন