করোনা পরিস্থিতি মোকাবিলায় কুড়িগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত ৮৯ হাজার পরিবারকে খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও ৯০ হাজার শিশু খাদ্য মওজুদ রয়েছে বলে জেলা প্রশাসকের ত্রাণ ও পূণর্বাসন অফিস সূত্রে জানা গেছে।
জানা যায়, করোনা পরিস্থিতিতে কর্মহীন সাধারণ মানুষকে সহযোগিতা করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯টি উপজেলায় ৭৯ হাজার পরিবারকে খাদ্য সহায়তা এবং ১০ হাজার ২২৩টি পরিবারকে নগদ ৩০ লাখ ৬৭ হাজার টাকা বিতরণ করা হয়। এর মধ্যে সদর উপজেলায় ৯ হাজার ৯শ পরিবার, নাগেশ^রী উপজেলায় ১৪ হাজার ৯৫০ পরিবার, ভুরুঙ্গামারী উপজেলায় ১০ হাজার ৫৩০ পরিবার, ফুলবাড়ি উপজেলায় ৬ হাজার ৩৬০ পরিবার, রাজারহাট উপজেলায় ৭ হাজার ৪১০ পরিবার, উলিপুর উপজেলায় ১৩ হাজার ৯শ পরিবার, চিলমারী উপজেলায় ৬ হাজার ৩৬০ পরিবার, রৌমারী উপজেলায় ৬ হাজার ৩৬০ পরিবার এবং রাজিবপুরে ৩ হাজার ২৩০ পরিবারকে এ খাদ্য ও নগদ অর্থ বিতরণ করা হয়।
জেলা প্রশাসক রেজাউল করিম জানান, চলমান করোনা পরিস্থিতি মোকাবিলা করতে সরকার সর্বোচ্চ সজাগ রয়েছে। এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান। এখনও যারা খাদ্য সহায়তা পাননি তাদের দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/আল আমীন