বগুড়া পৌর আওয়ামী লীগের উদ্যোগে পৌর এলাকার ২১টি ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে। শনিবার বিকালে বগুড়া শহরের দলীয় কার্যালয় থেকে প্রথম পর্যায়ে ১০টি ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাদের মাধ্যমে ১ হাজার ব্যাগ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণের শুরু করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা এড. মকবুল হোসেন মুকুল, আবু সুফিয়ান সফিক, ওবায়দুল হাসান ববি, শাহাদাত হোসেন শাহীন, অ্যাডোনিস তালুকদার বাবু, আল রাজী জুয়েল, গোলাম হোসেন, জিহাদ আল হাসান জুয়েল, সজীব সাহা, আব্দুর রউফ উপস্থিত ছিলেন।
পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ