কিশোরগঞ্জ শহরের সতাল বাজার থেকে টিসিবির বিপুল পরিমাণ পণ্যসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২। আজ দুপুরে এসব জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৫৮৮ লিটার সয়াবিন তেল, ৪৯ কেজি ডাল ও ৪৯ কেজি চিনি।
গ্রেফতারকৃতরা হলেন টিসিবির ডিলার অলিউল্লাহ, বিসমিল্লাহ স্টোরের মালিক মাহতাব উদ্দিন, তাহের স্টোরের মালিক আবু তাহের ও মাইশা স্টোরের মালিক আব্দুল হেকিম।
র্যাবের কোম্পানী কমান্ডার উপপরিচালক লেফটেনেন্ট কমান্ডার বিএন এম শোভন খান জানান, একটি ব্যবসায়ী চক্র টিসিবির পণ্য খুচরা মূল্যে বিক্রি করে আসছিল। যাচাই বাছাই করে এ তথ্যের সত্যতা পাওয়ায় আজ শনিবার দুপুরে অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিন ব্যবসায়ী ডিলার অলিউল্লাহর কাছ থেকে এসব পণ্য পাইকারি দরে ক্রয় করে খুচরা মূল্যে বিক্রির কথা স্বীকার করেছেন বলে র্যাব জানায়।
এ ব্যাপারে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/হিমেল