করোনাভাইরাসের কারণে বগুড়ায় কর্মহীন জেলে পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হলো। শনিবার সকালে খবর কর্মহীনতার খবর পয়ে বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সহসভাপতি মাফুজুল ইসলাম রাজ এই খাবার সামগ্রী বিতরণ করেন। জেলা সদরের শেখেরকোলা ইউপির ১৬ জন জেলে পরিবারকে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করেন।
এর আগে শুক্রবার তিনি শহরের বিভিন্ন এলাকায় রিকশা চালক, উপশহর, কাহালুর কয়েকজন পাদুকা শ্রমিককে খাদ্য সামগ্রী প্রদান করেন। বগুড়া জেলা আওয়ামী লীগ নেতা ও চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান মিলনের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ করছেন তিনি। চাল, ডাল, তেল, লবণ, পিয়াজসহ নগদ ১শ টাকা দেওয়া হচ্ছে খাদ্য সহায়তা হিসেবে।
বিডি প্রতিদিন/আল আমীন