করোনাভাইরাস প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ৭ দোকান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সরকারি আইন অমান্য করে নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রেখে জনসমাগম করায় এ জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন হাটবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহের নিগার।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, করোনাভাাইরাস প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করে দোকান বন্ধ না করে জনসমাগম করায় রামপুর বাজারের মা ভ্যারাইটিজ ষ্টোরের পলুকে ২ হাজার টাকা, রেজাউল স্টোরকে ১ হাজার টাকা, আমতলি বাজারের সুমন ষ্টোরকে ১ হাজার টাকা, স্বপন রায়কে ১ হাজার টাকা, করিম মিয়ার দোকানকে ১হাজার টাকা, চান্দুরা বাজারের আল আমিন ষ্টোরকে ৫শ টাকা, নিরঞ্জন সাহার টি স্টলকে ৫শ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহের নিগার বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকারী আদেশ অমান্য করে দুপুর ২টার পরে দোকান খোলা রাখার অপরাধে রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল) আইন ২০১৮-১ এর (খ) ২ ধারায় ৬জন দোকানদারকে ৫ হাজার টাকা ও ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারায় ১ জনকে ২হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ