বগুড়া জেলা বিএনপি’র আহ্বায়ক ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজের পক্ষে জেলার আইসোলেশন কেন্দ্রসহ চিকিৎসক ও নার্সদের জন্য ৭০০টি পিপিই হাস্তান্তর করা হয়েছে।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রবিবার সকালে বগুড়া সদর স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশুর হাতে পিপিইগুলো হস্তান্তর করেন ড্যাব বগুড়া জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক ডাক্তার শাহ মো. শাহাজাহান আলী।
পিপিইগুলো ব্যববার করা হবে বগুড়া করোনা আইসোলেশন কেন্দ্র সরকারি মোহাম্মাদ আলী হাসপাতাল, ধুনট ও শেরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক, নার্স ও সেবাদানকারীদের জন্য।
পিপিই হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ড্যাব জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখার আহ্বায়ক অধ্যাপক ডাক্তার আজফারুল হাবিব রোজ, ধুনট উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হাসিব, শেরপুর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল কাদের, এমপির পিএস আব্দুল আজিজ, সাইদুল ইসলাম প্রমুখ।
সংসদ সদস্য গোলাম মো. সিরাজের পক্ষ থেকে ড্যাব আহ্বায়ক ডাক্তার শাহ মো. শাহাজাহান আলী বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে বগুড়া করোনা আইসোলেশন কেন্দ্রে ৫০০ পিপিই দেওয়ার ঘোষণা দেন গোলাম মো. সিরাজ। প্রথম ধাপে ৩০০ পিপিই এবং রবিবার দ্বিতীয়ধাপে ২০০ পিপিই প্রদান করা হল। বগুড়া করোনা আইসোলেশন কেন্দ্র সরকারি মোহাম্মাদ আলী হাসপাতালসহ বগুড়া সদর, ধুনট ও শেরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন কমিউনিটি ক্লিনিক এবং জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি কিছু হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসক, নার্স ও সেবাদানকারীদের জন্য ৭০০শ’ পিপিই প্রদান করা হল।
বিডি প্রতিদিন/কালাম