পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি গোয়ালবাথান এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দিনাজ প্রামাণিক (৫৫) ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া সুলতানপুর গ্রামের মৃত হামিজ উদ্দিন প্রামাণিকের ছেলে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, শনিবার সন্ধায় বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফিরে যাননি দিনাজ। রবিবার সকালে স্থানীয়রা মুলাডুলির গোয়ালবাথান গোরস্থান সংলগ্ন এলাকায় গামছা দিয়ে বাঁধা অবস্থায় এক ব্যাক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে দিনাজ প্রামাণিকের পরিবারের লোকজন থানায় গিয়ে মরদেহ সনাক্ত করে।
ওসি আরও জানান, কারা কি কারণে হত্যা করেছে সেটা জানা যায়নি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ