খাগড়াছড়িতে করোনা পরিতিস্থিতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা চট্টগ্রাম ফেরত এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীর মৃত্যু হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি সদরের গুগড়াছড়ি প্রকল্পপাড়া এলাকার একে পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
খাগড়াছড়ির সিভিল র্সাজন ডা: নুপুর কান্তি দাশ মৃত্যুর কথা স্বীকার করে জানান, এ কর্মচারীর পেট ব্যাথা উঠলে তাকে আনার জন্য স্বাস্থ্যকর্মীরা গেলে তার আগেই তার মৃত্যু হয় তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম পাঠানো হচ্ছে। একদিন আগেই তিনি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ