গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাইমা আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৬ টায় শিশুটি তার নিজ বাড়ীতে মারা যায়। শিশুটি উপজেলার গিমাডাঙ্গা গ্রামের নুরুল ইসলামের মেয়ে। শিশুটি তিন দিন যাবৎ জ্বর,সর্দি,কাশিতে ভুগছিলো।
টুঙ্গীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ জসিমউদ্দিন জানান, মারা যাওয়া ওই শিশুটির নমুনা সংগ্রহ করা হয়েছে এবং আগামীকাল সোমবার ঢাকা আইইডিসিআরে পাঠানো হবে। এছাড়া শিশুটির পরিবারের লোকজনদের কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে।
এর আগে কাশিয়ানী, মুকসুদপুর,টুঙ্গীপাড়া ও গোপালগঞ্জ সদর উপজেলায় করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ জন। উল্লেখ্য, গাড়ি সংকটের কারনে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য ঢাকা আইইডিসিআর-এ একদিন পর একদিন পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ