চুয়াডাঙ্গায় রবিবার থেকে শুরু হয়েছে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার। চুয়াডাঙ্গার কালেক্টরের স্কুল মাঠে শুরু হয়েছে এ বাজার। আগ্রহীরা এখান থেকে ন্যায্যমূল্যে চিনি, ছোলা, তেল প্রভৃতি পণ্য কিনতে পারবেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, রমজান মাস উপলক্ষে এ কার্যক্রম শুরু করা হয়েছে। যে কেউ এখান থেকে ন্যায্যমূল্যে তার পণ্য কিনতে পারবেন। এখান থেকে ৫০ টাকা কেজি দরে চিনি ও ৮০ টাকা লিটারে সোয়াবিন তেল পাওয়া যাবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ