মেহেরপুর পৌরসভার কর্মহীন মানুষের বাড়িতে বাড়িতে রাতের আধাঁরে খাবার সামগ্রী পৌছে দিচ্ছেন পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন।
মেহেরপুর পৌরসভা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের কোন বরাদ্দ পাননি। তাই পৌর মেয়র নিজ অর্থায়নে প্রতিদিন রাতে একেকটি ওয়ার্ডের কর্মহীন পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে খাবার সামগ্রী পৌছে দিচ্ছেন। গতকাল শনিবার রাতে ১ নং ওয়ার্ডের নতুন পাড়ার ৩৮০ টি পরিবারে খাদ্য পৌঁছে দিচ্ছেন।
এসময় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, আমার পৌর এলাকায় কেউ না খেয়ে অনাহারে থাকবে না। পৌরসভা সকল অসহায় কর্মহীন মানুষের পাশে থাকব আমি। আমার নিজ অর্থায়নে আপনার বাড়িতে পৌঁছে দেব খাবার সামগ্রী। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সোহেল রানা, শেখ সরাফত, শাহজাহান আল প্রমুখ।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ