প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় কেড়ে নিচ্ছে হাজার হাজার প্রাণ। ওই প্রাণঘাতী করোনা থেকে দেশবাসীকে রক্ষা করতে বিভিন্ন সামাজিক ব্যবস্থা গ্রহণ করেছেন সরকার। গত ২৬ মার্চ থেকে অঘোষিত লকডাউন পুরো দেশ। অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হলেও সরকারি এ নিষেধ মানছে না লালমনিরহাট জেলার মানুষ।
লালমনিরহাটে জেলা, উপজেলা প্রশাসন থেকে প্রতিনিয়ত করোনা বিষয়ে সচেতনতামূলক মাইকিং এর মাধ্যমে প্রচার-প্রচারণাও চালিয়ে যাচ্ছে। তবুও উপজেলার মানুষ তেমন গুরুত্ব সহকারে আমলে নিচ্ছেন না। বেপরোয়া ভাবে রাস্তা-ঘাটে চলাফেরা করছে। অলি-গলিতে মানুষের আড্ডা যেন কমছেই না। ফলে পুলিশ বাহিনীকে বেপরোয়া মানুষদেরকে আয়ত্তে আনতে ব্যাপক হিমসিম খেতে হচ্ছে।
জেলায় সম্প্রতি সময়ে ঢাকা-নারায়নগঞ্জ থেকে ১৪৫৬ জন নারী পুরুষ আসলেও প্রায় ৯৬০ জনকে হোম করেন্টাইনে রাখা সম্ভব হলেও বাকিরা ঘুরছেন অবাধে। তারা কোন ভাবেই হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা মানছে না।
লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা জানান, অকাণে ঘোরাফেরার অপরাধে জেলায় এ পর্যন্ত ৭৮৩ জন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। চেষ্টা চলছে সব কিছু নিয়ন্ত্রণে আনতে।
বিডি প্রতিদিন/হিমেল