মানিকগঞ্জে জেলা বিএনপির পক্ষ থেকে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এস এ জিন্নাহ কবির।
আজ (রবিবার) দুপুরে দৌলতপুর উপজেলার ৬০০ পরিবারের জন্য নেতাকর্মীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন তিনি। ইতিপুর্বে পৌরসভাসহ বিভিন্ন উপজেলায় খাদ্য সহয়তা দিয়ে কর্মহীনদের সহযোগীতা করেছেন। তার এ কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ দৌলতপুর উপজেলার কর্মহীন লোকদের সহযোগীতার জন্য স্থানীয নেতাদের মাধ্যমে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়।
এসময় দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বুলবুল আহমেদ গোলাপ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী মোস্তাক হোসেন দীপু,সহসভাপতি রিয়াজ মাহমুদ হারেজ,মাসুদুর রহমান, মোঃ আতাহার হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছ্যে ৫ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল ও দুটি সাবান।
বিডি প্রতিদিন/এ মজুমদার