ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাব টেকনোশিয়ান থাকা স্বত্তে¡ও করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করছেন অফিস সহায়ক মো. নাসির উদ্দিন নয়ন। ল্যাব টেকনোশিয়ান ছুটি নিয়ে চলে যাওয়ায় এ কাজে অন্য কেউ এগিয়ে আসেননি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেকটা স্থবির হয়ে পড়েছিল করোনাভাইরাসের নমুনা সংগ্রহের কাজটি। ওই সময়ে সাহসিকতার পরিচয় দিয়ে এগিয়ে এসেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক মো. নাসির উদ্দিন নয়ন।
তিনি স্বেচ্ছায় ঝুঁকিপূর্ণ এ কাজে রাজি হয়ে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করছেন চলতি মাসের ১০ তারিখ থেকে। মেডিকেল অফিসার ও হেলথ ইন্সপেক্টরের সহযোগিতায় এ কাজ করছেন তিনি। এ পর্যন্ত প্রায় ৮০ জনের করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করেন নয়ন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক মো. নাসির উদ্দিন নয়ন বলেন, করোনাভাইরাসের নমুনা সংগ্রহের কাজটি হল ল্যাব টেকনোশিয়ানের। কিন্তু ল্যাব টেকনোশিয়ান ছুটিতে থাকায় এই কাজ করার জন্য অন্য কেউ রাজি হচ্ছিল না। তাই আমি স্বেচ্ছায় করোনাভাইরাসের নমুনা সংগ্রহের কাজটি করতে সম্মত হওয়ায় এখন অফিসের কাজ করে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করছি। এ বিষয়ে আমাকে সহযোগিতা করেছেন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. রুহুল মোহছেন সুজন ও হেলথ ইন্সুপেক্টর মোশারফ হোসেনসহ অন্যরা। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান এর সত্যতা স্বীকার করে বলেন, ল্যাব টেকনোশিয়ানকে অন্য কাজে লাগানো হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন